বরিশাল
গৌরনদীর রহমানিয়া মাদরাসার শিক্ষার্থীদের দস্তারবন্দী ও ছবক প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার আয়োজনে শিক্ষার্থীদের দস্তার বন্দী ও কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর প্রতিষ্ঠানের হলরুমে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. হাদিউজ্জামান তানভির’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগধা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী মইনুল ইসলাম।
গৌরনদী বন্দর সাবরেজিষ্ট্রী জামে মসজিদের ইমাম আলহাজ¦ মাওলানা মো. আবদুল হাকিম সাহেব। বিশেষ অতিথি ছিলেন, মাদরাসার প্রধান মুফতি মো. আরিফ হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাংবাদিক বিএম বেলাল, উত্তর বিজয়পুর মোহাম্মাদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আমানত সাহ্, মো. নাসির হোসেন, রাজীব ইসলাম তারিম-সহ বিসিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার ছাত্র মো.১২জনকে কোরআনের ছবক প্রদান দস্তার বন্দী করা অতিথিবৃন্দ। শেষে ছাত্র-ছাত্রীদের সু-স্বাস্থ্য, দ¦ীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, গৌরনদী বন্দর সাবরেজিষ্ট্রী জামে মসজিদের ইমাম আলহাজ¦ মাওলানা মো. আবদুল হাকিম।


