বরিশাল
গৌরনদীতে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে ৩য় জামাতের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তাঁরাকুপি-কটকস্থল নূরাণী হাফেজী মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মাদাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়ার সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম, কাতার প্রবাসী ও তরুন সমাজ সেবক মো. রিয়াদ হাওলাদার, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম, আব্দুর রহমান মুন্না। বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ঈসা, মাওলানা আলম, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আঃ আজিজ, হাফেজ কামাল হোসেন প্রমুখ। শেষে ২১ ৩য় জামাতের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।


