গৌরনদী
বাটাজোর উল্লাস সাহিত্য পরিষদের কবিতা সন্ধ্যা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর বাটাজোর উল্লাস সাহিত্য পরিষদের উদ্যোগে গতকাল বাটাজোর শাহীপার্কে “কবিতা সন্ধ্যা” কবিতার আসর অনুষ্ঠিত হয়। উল্লাস সাহিত্য পরিষদের সভাপতি উৎপল চক্রবর্তি (বাদল)র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিতি ছিলেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক শিকদার রেজাউল করিম, নির্বাহী সম্পাদক কবি অবিচল আঃ মান্নান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জান্নাত চাদনী, প্রচার সম্পাদক সোহরাব শরীফ, স্বর্নপদক প্রাপ্ত কবি মোস্তফা হাবিব, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, জি,এম,সাহিত্য সমাজের সভাপতি কবি ফকরুল আবেদীন তানভীর, সাধারন সম্পাদক। বক্তব্য রাখেন উল্লাসের সহ-সভাপতি তাসলিমা বেগম, সাধারন সম্পাদক শেখ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরোজ কুমার দাস, প্রচার সম্পাদক প্রতিভাময়ী ম-ল, সাহিত্য সম্পাদক অরুন চক্রবর্তি, কোষাধ্যক্ষ্য রুমন তালুকদার, দপ্তর সম্পাদক সুমন বেপারী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, জাহিদ হোসেন, রিপন কুমার ম-ল, সুজন, সাবির, রেদোয়ান খান।