বরিশাল
গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদকঃ অপহরণের চারদিন পর বরিশালের গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় অপহরণকারী মো. মমিন সরদ্রা (১৯)কে গ্রেফতার করেছে। সোমবার ভোরে গৌরনদী পৌরসভার টরকী এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমিন সরদার উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের নাঈন সরদারের ছেলে ও সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. আলাউদ্দিন জানান, উপজেলার বাঙ্গিলা গ্রামের বখাটে মমিন সরদার সরকারি গৌরনদী কলেজে আসা যাওয়ার পথে একাদশ শ্রেণীর ছাত্রীকে (১৬) প্রায়ই উত্ত্যক্তসহ প্রেম নিবেদন করে আসছিলো। ওই কলেজ ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে বখাটে মমিন সরদার ও তার ৫/৬ সহযোগী গত ১২ নভেম্বর দুপুরে সরকারি গৌরনদী কলেজ গেট থেকে ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক একটি মাহিন্দ্রায় তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার বাবা বাদি হয়ে মমিন সরদারসহ ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার ভোরে উপজেলা টরকী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মমিন সরদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মমিনকে সোমবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হয়ে আদালতের বিচারক তাকে (মমিন) কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিম ছাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান।


