গৌরনদী
গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে ফিডিং কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বিভিন্য জেলা ও উপজেলা ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও আইল্যান্ড ট্রেডিং লিমিটেড এর সহযোগিতায়, উপজেলা শিক্ষা অফিসার মোসা. তাসলিমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইব্রাহীম। বিশেষ অতিথি সহকারি শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির, গৌরনদী মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম, আইল্যান্ড ট্রেডিং লিমিটেড এর ত্বত্তাবধায়ক মো. মাশুক। ফিডিং কর্মসূচির উদ্বোধনিতে শিক্ষা অফিসার মোসা. তাসলিমা বেগম জানান, গৌরনদী উপজেলার মডেল স্কুল, আল-হেলাল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ফিডিং কর্মসূচির আওতায় নেয়া হয়েছে, তিনি জানান সপ্তাহে ৫দিনের সুচি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে রুটি, কলা, ডিম-সহ বিভিন্য খাবার পরিবেশন করা হবে । সভায় অন্নান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার-সহ শিক্ষার্থিদের অভিভাবক ও সকল শিক্ষক মন্ডলী।


