গৌরনদী
গৌরনদীর পৌরসভার প্রথম মেয়র গোলাম সরোয়ার ফারুকের ৮ম মৃত্যু বার্ষিকী
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী পৌরসভার প্রথম নিয়োগপ্রাপ্ত পৌর প্রশাসক ও নির্বাচিত প্রথম মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সরোয়ার ফারুক ওরফে বড় ফারুক এর ৮ম মৃত্যু বার্ষিকী আজ ১৭ নভেম্বর। ২০১৭ সালে এই দিনে বৃহস্পতিবার ভোর ৫-২০মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন বাদ জোহর ঢাকার ধানমন্ডিতে প্রথম জানাজা ও পরের দিন শুক্রবার বাদ জুমা গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামণায় পরিবারে পক্ষ সকলের কাছে দোয়া চেয়েছেন।


