গৌরনদী
জাতীয় তামাকমুক্ত দিবস ২০১৬ উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় তামাকমুক্ত দিবস ২০১৬ উপলক্ষে দেশবাংলা হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইশন ও তামাক বিরোধেী জোটের যৌথ উদ্যোগে গতকাল রবিবার সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন দেশবাংলা হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইশনের নির্বাহী পরিচালক মোঃ লোকমান হোসেন রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টর্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, প্রথম অলো বন্ধুসভার সাবেক সভাপতি পলাশ তালুকদার, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহীন, চাঁদশী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য রুপা বেগম, বন্ধুসভার ক্রীড়া সম্পাদক মুসফিকুর রহমান মুন্না।