Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বিদেশ নেওয়ার কথা বলে ৩২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় আগৈলঝাড়ায় পিতা-পুত্র গ্রেপ্তার

    | ১৯:৫৮, নভেম্বর ১৩ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদেশ নেওয়ার নামে প্রতারনা করে ৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এঘটনায় থানায় মামলা দায়ের করলে দুই প্রতারক পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের চুন্নু শরীফের ছেলে রুবেল শরীফকে দীর্ঘদিন পূর্বে সৌদিআরব নেয় দালাল ইমরান ভূঁইয়া। এরসূত্রে ধরে দালাল প্রতারক ইমরান ভূঁইয়া, রুবেলের আপন দুইভাই রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডা নেওয়ার জন্য তাদের সাথে সক্ষতা গড়ে তোলে। এরপরে রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডায় নেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রতারক ইমরান ভূঁইয়া ও তার পিতা নুরু ভূঁইয়াসহ তাদের পরিবারের লোকজন বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩২ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
    পিতা ও পুত্রের প্রতারনার ফাঁদে পরে রাসেল শরীফ ও সহধর রাজিব শরীফ কানাডা যাওয়ার জন্য সহায়-সম্বল বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে পরেছে। প্রতারকচক্র টাকা হাতিয়ে নিতে ভুয়া ভিসা, কোম্পানীর চুক্তিপত্রসহ বিভিন্ন কাগজপত্র প্রদান করেন। কানাডা নেওয়ার জন্য রাসেল শরীফ ও রাজিব শরীফ’র পরিবার চাপ প্রয়োগ করলে দালাল ইমরান ভূঁইয়া ও পিতা নুরু ভূঁইয়া তালবাহনা শুরু করে তাদের দীর্ঘদিন ধরে কালক্ষেপন করে আসছিল। দীর্ঘদিন অপেক্ষার পর এলাকার লোকজনকে বিষয়টি জানান রাসেল শরীফের পরিবার। এলাকার লোকজন নিয়ে দালাল প্রতারক নুরু ভূঁইয়ার বাড়িতে গেলে তাদের সাথে রুরো আচরন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কানাডায় যাওয়ার আসায় নিঃস্ব হওয়া রাসেল শরীফ ও রাজিব শরীফ’র পরিবার প্রতারক নুরু ভূঁইয়া ও ছেলে ইমরান ভূঁইয়ার কাছে টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এঘটনায় রাসেল শরীফ বাদী হয়ে চলতি বছরের ১৭ জুলাই আগৈলঝাড়া থানায় দালাল নুরু ভূঁইয়া ও তার ছেলে ইমরান ভূঁইয়াসহ ৬ জনকে আসামী করে প্রতারনার মামলা দায়ের করেন। ওই প্রতারনা মামলার আসামী দালাল প্রতারক নুরু ভূঁইয়া ও তার ছেলে মো. নবীন ভূঁইয়াকে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
    এব্যাপারে মামলার বাদী রাসেল শরীফ জানান, কানাডা নেওয়ার কথা বলে ইমরান ও তার পিতা নুরু ভূঁইয়া বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩২ টাকা হাতিয়ে নিয়ে তালবাহনা করে। এবিষয়ে আগৈলঝাড়া থানায় প্রতারনার মামলা দায়ের করেছি।
    অভিযুক্ত নুরু ভূঁইয়া গ্রেপ্তারের পরে তার বাড়ির লোকজন আত্মগোপনে থাকায় তাদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
    এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, বিদেশ নেওয়ার কথা বলে বাদীর পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে আসামীরা। তাদের বিরুদ্ধে থানায় প্রতারনার অভিযোগে মামলা দায়েরের পরে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।

    Post Views: ১১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বিদেশ নেওয়ার কথা বলে ৩২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় আগৈলঝাড়ায় পিতা-পুত্র গ্রেপ্তার
    • গৌরনদীতে  ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    • গৌরনদীতে সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • বিএনপি’র কার্যালয় উদ্বোধন
    • আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ- এম, জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এম জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • আমরা সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই-জহির উদ্দি স্বপন
    Top