বরিশাল
প্রবাসে যাওয়া হলোনা রাজীবের
নিজস্ব প্রতিবেদকঃ তিন মাস আগে ব্রæনাই থেকে ছুটিতে এসেছিলেন বরিশালের গৌরনদীর যুবক রাজীব হোসেন (৩২)। নয়দিন পর (১৮ নভেম্বর) ব্রæনাই পাড়ি জমানোর কথা ছিলো তার। তবে প্রবাসে যেতে না পারলেও বিদ্যুৎস্পর্শে নিহত হয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। নিহত রাজীব উপজেলার আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকালে শখের বসে মাছ ধরার জন্য মর্টার দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক টিপু সুলতান বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজন তাকে নিয়ে গেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এবিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে।


