গৌরনদী
গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা কমা-ারসহ ৫জন আহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকমঃ পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমা-ার ও মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন তার দুই পুত্র, কন্যা ও পুত্র বধূসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ কমা-ারের পুত্রকে গ্রেপ্তার করে গতকাল শনিবার জেল হাজতে প্রেরন করেছে।
স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের ব্যবসায়ী মো. আব্দুল জলিল তার গ্রামের বাড়ি মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য এক বছর আগে আবেদন করেন। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ঠিকাদারের লোকজন বিভিন্ন সময় সংযোগ দিতে গেলে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমা-ার ও মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাধা দেন।
প্রত্যক্ষদর্শী হোসনে আরা বেগম(৬৫)রিনা বেগম(৪০)সহ কয়েকজন জানান, শুক্রবার দুপুর পোনে ২টায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. মামুন রাড়ির, ব্যবসায়ী আ. জলিল, পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন নিয়ে সংযোগ দিতে যান। এসময় কমা-ার আনোয়ার হোসেন বাধা দেন। বাধা দেওয়াকে কেন্দ্র বাকবিতা-ার এক পর্যায়ে আনোয়ার হোসেনের পুত্র রাসেল (২৫), রাজীব (২২)তাদের সমর্থকদের নিয়ে ইউপি সদস্য মামুন ও বিদ্যুৎ কর্মিদের উপর চড়াও হয়ে ধাওয়া করে তাড়িয়ে দেয়। এর জের ধরে দুপুর সোয়া ২টায় ইউপি সদস্য মো. মামুন মুঠোফোনে সংবাদ দিয়ে তার ৫০/৬০ জন সমর্থককে জড়ো করে আনোয়ার ও তার পুত্রদের উপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় আনোয়ার হোসেনের দুই পুত্র রাসেল ও রাজীবকে আটক করে পুলিশ। গতকাল শনিবার আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
কমা-ার আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা ধারাল, দেশী ও বিদেশী অস্ত্রে সজ্জিত হয়ে আমার ঘরে হামলা চালিয়ে তছনছ করেছে আমাকে আমার পুত্র রাসেল(২৫), রাজীব(২২), কন্যা রুমা (৩৫), পুত্রবধূ রুকাইয়া(২৫)কে পিটিয়ে আহত করেছে। ইউপি সদস্য মো. মামুন রাড়ি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আনোয়ার হোসেনের বাধার কারনে দীর্ঘ এক বছর ধরে ব্যবসায়ী জলিলের বিদ্যুৎ সংযোগটি বন্ধ রয়েছে। শুক্রবার সংযোগ দিতে গেলে আনোয়ার ও তার পুত্ররা হামলা চালিয়ে পিটিয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মিকে জখম করেছে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ এ প্রসঙ্গে বলেন, বিদ্যুৎ সয়োগ দেওয়াকে কেন্দ্র করে পূর্ব বেজহারে সংঘাতের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে রওয়ানা দিয়ে দুপুর আড়াইটায় পৌছা মাত্রই আনোয়ার ও তার পুত্রদ্বয়ের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, সংঘাতের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে কমা-ারের লোকজন তার উপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে কমা-ারের দুই পুত্রকে অটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।