গৌরনদী
আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ- এম, জহির উদ্দিন স্বপন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে উদযাপন করেছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম জহির উদ্দিন স্বপন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। আপনারা বিএনপির প্রতি যে আস্থা দেখিয়ে আসছেন, সেই আস্থা অটুট রাখলে আমরা একসাথে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারব। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা মাঠে আছি এবং থাকবো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি অংশগ্রহণমূলক, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। জনগণের জন্য কাজ করতে হলে প্রথমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি সেই লড়াই করছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার ভবিষ্যৎ নির্ধারণ করবে। জনগণের সঙ্গে নিয়ে আমরা এই স্বৈরশাসন থেকে মুক্তির আন্দোলনকে আরও বেগবান করবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরীফ শফিকুর রহমান স্বপন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম খান সেন্টু প্রমুখ। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের রূপকার। তাঁর আদর্শ ও আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জিয়াউর রহমানের নীতিকে অনুসরণ করে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয়, জেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর শাখা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।


