গৌরনদী
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এম জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার মূলধারার পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী প্রেসক্লাব-এর সদস্যদের সঙ্গে একান্ত মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলার শরিকল এলাকার নিজ বাসভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, জনকল্যাণমূলক কর্মযজ্ঞ এবং অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার কাওছার হোসেন, প্যানেল আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, আবু হানিফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। নেতাকর্মীরা জানান, বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় মাঠ পর্যায়ের নেতারা প্রেস ও গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উদ্যোগ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় গৌরনদীতে অনুষ্ঠিত হলো এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান। সভায় এম জহির উদ্দিন স্বপন প্রেসক্লাব সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন—“গণমাধ্যম সমাজের দর্পণ। সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করাই আমাদের উদ্দেশ্য।” প্রেসক্লাবের সদস্যরা বলেন, রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ড গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত থাকবে। পরিশেষে এম জহির উদ্দিন স্বপন বলেন,“সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সমাজের দর্পণস্বরূপ। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সাংবাদিকদের পাশে থাকব এবং তাদের সার্বিক সহযোগিতা প্রদান করব। গৌরনদী প্রেসক্লাবের সঙ্গে সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


