বরিশাল
গৌরনদীতে দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোলায়মান তুহিন, গৌরনদী : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে উদযাপিত হয়েছে দক্ষিণাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সঞ্চালনা করেন বাংলাদেশ বাণীর গৌরনদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সোলায়মান তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি গোলাম মোরশেদ প্রমুখ। এছাড়া গৌরনদী প্রেসক্লাবের সদস্য মোল্লা ফারুক, মো. নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, “দৈনিক বাংলাদেশ বাণী সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে পাঠকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। সমাজ ও রাষ্ট্র গঠনে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। গুজব, বিভ্রান্তি ও নেতিবাচক সংবাদ সংস্কৃতির এ সময়ে ‘বাংলাদেশ বাণী’র মতো সংবাদমাধ্যম সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে আলোকবর্তিকা হয়ে কাজ করবে—এই প্রত্যাশা করি।”সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বাণী দক্ষিণাঞ্চলের পাঠকসমাজে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এই পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।”বাংলাদেশ বানীর গৌরনদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সোলায়মান তুহিন বলেন, “ইতোমধ্যে পত্রিকাটি বরিশাল বিভাগের সর্বাধিক সার্কুলেশনকৃত ও বহুল প্রচারিত দৈনিকে পরিণত হয়েছে। বর্তমান সময়ে সঠিক তথ্য পরিবেশন করা একটি বড় চ্যালেঞ্জ। গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে সত্যকে প্রতিষ্ঠা করা এখন অত্যন্ত জরুরি। বাংলাদেশ বাণী সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ।”অনুষ্ঠান বক্তারা বাংলাদেশ বাণী পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন । উল্লেখ্য, বাংলাদেশ বাণী খুব শিগগিরই মাল্টিমিডিয়া ভার্সনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সমৃদ্ধভাবে পাঠকের দোরগোড়ায় সংবাদ পৌঁছে দিতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।


