গৌরনদী
স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে গাছ উঠিয়ে ব্রীজ ভেঙ্গে ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের উত্তর বারপাইকা গ্রামে ব্যবসায়ীর বিরুদ্ধে স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে ব্রীজের উপর গাছের বড় গুড়ি উঠিয়ে আয়রন ব্রীজ ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে গাছ । ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা এ ঘটনা উপজেলা প্রশাসনকে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের উত্তর বারপাইকা (হাওলা) গ্রামের তিন সহ¯্রধিক মানুষের চলাচলের জন্য ৮বছর পূর্বে (২০১৭) রতœপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি আয়রন ব্রীজ নির্মাণ করা হয়েছিল। উপজেলার নগরবাড়ি গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে গাছ ব্যবসায়ী লোকমান খান ঠেলা গাড়িতে করে বড় আকারের গাছ পারাপারের সময় স্থানীয়রা বাঁধা দেয়। এসময় স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে আয়রন ব্রীজ দিয়ে গাছসহ ঠেলা গাড়ি পারাপারের সময় ব্রীজটির মাঝখানে ঢালাই ভেঙ্গে ডেবে যায়। ভেঙ্গে ডেবে যাওয়া ব্রীজ দিয়ে স্থানীয় লোকজনের বর্তমানে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পারাপারের সময় সবচেয়ে বেশী দুর্ভোগে পরতে হচ্ছে শিশু শিক্ষার্থী ও বয়স্ক লোকজনের। ভেঙ্গে যাওয়া ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প কোন চলাচলের পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রীজ দিয়ে বাধ্য হয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় অখিল মন্ডল জানান, আমরা নিষেধ করার পরেও গাছ ব্যবসায়ী লোকমান খান লোকজন নিয়ে জোরপূর্বক ব্রীজের উপর দিয়ে গাছ বোঝাই ঠেলা গাড়ি নিয়ে ব্রীজটি ভেঙ্গে ফেলেছে। বর্তমানে আমাদের চলাচলে দুর্ভোগ হচ্ছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে গাছ ব্যবসায়ী লোকমান খান বলেন, গাছ পারাপারের সময় আমি ছিলাম না। আমার গাছ কাটার শ্রমিকরা এই কাজ করছে। ব্রীজটি ভেঙ্গে গ্রামবাসিকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবতী বলেন, আয়রন ব্রীজ ভেঙ্গে যাওয়ার ঘটনা আমি শুনেছি। সরেজমিন গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।


