গৌরনদী
ইসকন নিয়ে বয়ান করায় আগৈলঝাড়ায় মসজিদের ইমামকে জীবননাশের হুমকি
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ার একটি মসজিদের ইমাম ইসকনের কার্যক্রম নিয়ে সচেতনতা সৃষ্টি ও সকলকে সতর্ক থাকার আহবান এবং একই সাথে সাধারন মুসল্লীদের শান্তি ও সহবস্থান বজায় রাখার আহবান জানায়। এ আহবান জানানোর কারনে শনিবার রাতে চিঠি দিয়ে ইমামকে হত্যাসহ পরিবারের প্রতি ভয়ভীতি দেখান। এ ঘটনায় রোববার আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
সাধারন ডায়রী সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজমুস সাকিব ২৪ অক্টোবর জুম্মার নামাজের খুৎবার সময় দেশে সাম্প্রতিক চলমান বিভিন্ন ইস্যু নিয়ে খুৎবা প্রদান করে এবং ইসকনের কার্যক্রম নিয়ে সচেতনতা সৃষ্টি ও সকলকে সতর্ক থাকার আহবান এবং একই সাথে সাধারন মুসল্লীদের শান্তি ও সহবস্থান বজায় রাখার আহবান জানায়।
ইমাম হাফেজ মাওলানা নাজমুস সাকিব অভিযোগ করেন, গত শনিবার রাতে কে বা কারা তার ঘরে একটি ঠিঠি ফেলে যান। ওই চিটিতে খুৎবায় মসজিদে ইসকান বিরোধী বয়ান করার অপরাধে অভিযুক্ত করা হয়। ঠিঠিতে আরো বলা হয়, “তুমি ইসকনের বিরুদ্ধে কথা বলেছো, তুমি আমাদের নজর দাড়িতে রয়েছো ও তোমাকে হত্যাা করা হবে। এ ক্ষতি থেকে তোমার পরিবারও রক্ষা পাবে না। তোমাকে দেখে নেওয়া হবে”। তিনি (ইমাম) বলেন, আমি পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ইমাম হাফেজ মাওলানা নাজমুস সাকিব বাদী হয়ে রোববার আগৈলঝাড়ায় থানায় একটি সাধারন ডায়রী করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


