গৌরনদী
ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে নির্যাতন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে শ¬ীলতাহানীসহ মারধর করে গুরুতর আহত করেছে তিন বখাটে। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা সত্বেও গত পাঁচদিনে পুলিশ মামলাটি এজাহারভূক্ত করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী মহল¬ার।
হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ শিল্পী বেগম জানান, ওই মহল¬ার জনৈক মনু বেপারীর ঘরের ভাড়াটিয়া হিসেবে তিনি সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনারদিন গত শুক্রবার রাতে একাকি ঘরে তাকে ঝাঁপটে ধরে ধর্ষণের চেষ্ঠা চালায় একই এলাকার চিহ্নিত বখাটে যুবক খলিলুর রহমান হাওলাদার ওরফে কসাই খলিল, নুরুল ইসলাম বেপারী ও দিপু বেপারী। এসময় তিনি ডাকচিৎকার শুরু করায় বখাটেরা তাকে শ¬ীলতাহানিসহ মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরেরদিন (শনিবার) তিনি বাদি হয়ে উলে¬খিত তিন বখাটেকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধূ শিল্পী বেগম অভিযোগ করেন, ঘটনার অভিযোগ দায়েরের ৫দিন পরেও পুলিশ মামলাটি এজারভূক্ত করেননি। এ ব্যাপারে থানার এস.আই তাওহীদ হোসেন বলেন, অভিযোগের তদন্ত চলছে।