গৌরনদী
র্যাবের পোশাক পরে পরিচয় দিয়ে চাঁদা দাবির মামলায় তিন শ্রমিক দল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ র্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিকদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়েরের পর পুলিশ শ্রমিক দলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে শ্রমিক দলের তিন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দলের সদস্য ও বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার নেতৃত্বে ৫ শ্রমিক দলের সদস্য র্যাবের পোশাক পরে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবাড়ি রাস্তার উপর গত মঙ্গলবার রাতে অবস্থান নেন। রাত ১১টার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে পথচারী উপজেলার বাগধা গ্রামের বিপুল ঢালী, পলাশ মন্ডল, চঞ্চল কর্মকারের পথরোধ করে তাদের তল্লাশী করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে করেন ভুয়া র্যাব শ্রমিক দলের নেতা রাসেল মোল্লা ও তার সহযোগীরা। এ সময় পথচারী বিপুল ঢালী ভূয়া র্যাব কর্মকর্তা শ্রমিক দল নেতা রাসেল মোল্লার কাছে র্যাবের সিইওর নাম জানতে চাইলে নাম নাম না বলে তালবাহানা শুরু করেন। এতে বিপুল ঢালীর সন্দেহ হয়। এ সময় পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশকে পৌছতে দেখে ভুয়া র্যাব সদস্য ও শ্রমিকদল নেতারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসি ও পুলিশ ধাওয়া করে আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের মাজেদ মোল্লার ছেলে ও বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা, পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদারকে আটক করেন। সুমনসহ দুই ভূয়া র্যাব শ্রমিক দল নেতারা পালিয়ে যায়। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কোন কথা বলতে রাজি হননি আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের মাজেদ মোল্লার ছেলে ও বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা, পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়েরের পর পুলিশ মামলা দায়েরের পর বৃহস্পতিবার শ্রমিক দলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। দলীয় সূত্র জানান, আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দলের সদস্য ও বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। বহিস্কারের সত্যতা স্বীকার করেন আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল ও সাধারন সম্পাদক সিকদার মো. লিটন বলেন, অপরাধীর পরিচয় সে অপরাধী। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য তারা প্রশাসনের প্রতি দাবি জানান।


