গৌরনদী
গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ীদের সঙ্গে পৌর প্রশাসক, ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ীদের সঙ্গে গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র মতবিনিময় সভা গতকাল সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় গৌরনদী বাসষ্টান্ডের অবৈধ উচ্ছেদ, ফুটপাত নির্মানসহ ব্যবসায়ী সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। গৌরনদী বাসষ্টান্ডের শোভাবর্ধনে প্রশাসন ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ, নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, সাবেক পৌর কাউন্সিলর ব্যবসায়ী মোঃ ফরিদ হোসেন মিয়া, ব্যবসায়ী ও উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ টুটুল শরীফ । ব্যবসায়ীরা প্রশাসনকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।


