গৌরনদী
শ্বৈরাচার হাসিনার পলায়নের বর্ষপূতি উপলক্ষে আগৈলঝাড়া আকন কুদ্দুসের নেতৃত্বে বিজয় র্যালী
নিজস্ব প্রতিবেদকঃ শ্বৈরাচার হাসিনার পলায়নের বর্ষপূতি উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা সদরের বিএইচপি একাডেমী মাঠে সমাবেশ শেষে বিজয় র্যালীর নেতৃত্বে দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিজয় র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সদরের এস.এম বালিকা মাধ্যমিক বিদ্যালয় গিয়ে শেষ হয়।
বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস. এম. আফজাল হোসেনের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন লাল্টু, জহুরুল ইসলাম জহির, এস. এম. মনিরুজ্জামান মনির, মোঃ মঞ্জুর হোনেসন মিলন, তাইফুর রহমান কচি, হোসনে আরা বেবী, টরকী বনিক সমিতির সাধারন সম্পাদক বিএনপি নেতা বদিউজ্জামান চঞ্চল।


