গৌরনদী
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিতে নিহত সাগরের বাড়িতে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদকঃ ঠিক এক বছর আগে কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ২০২৪ সালের ১৯ জুলাই বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের সাগর হাওলাদার (১৭) পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই মৃত্যুবরন করেন।
সাগরের পরিবারের সাথে দেখা করতে ছুটে যান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক। শুক্রবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের শহীদ সাগর হাওলাদারের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। এসময় শহীদ সাগরের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, হাবিবুর রহমান মুন্সি, শহীদ সাগর হাওলাদারের মা আম্বিয়া বেগম, পিতা নুরুল হক হাওলাদার, সাগরের একমাত্র ছোট বোন মরিয়ম খানম, শহীদ সাগরের চাচা মইনুল হোসেনসহ প্রমুখ।
সাগরের পিতা নুরুল হক হাওলাদার জানান, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনা ও বোনের লেখাপড়ার খরচ যোগাতে ঢাকায় যায় সাগর, সে ধানমন্ডি লেকপাড় একটি চায়ের দোকানে কাজ করতো। ২০২৪ সালের ১৯ জুলাই আবাহনী মাঠের কর্নারে পুলিশ বক্সের কাছে দু-পক্ষের সংঘর্ষ চলাকালে দুপায়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই মৃত্যুবরন করে সাগর হাওলাদার। নুরুল হক হাওলাদার তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে সাগর বড়।


