গৌরনদী
তারেক রহমানের নামে কটুক্তির প্রতিবাদে আগৈলঝাড়ায় কৃষক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার, কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের কয়েক শত নেতা-কর্মীর বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে শ্লোগানে তারেক রহমানের একশন ডাইরেক্ট একশন, জামায়াত-শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড় বলতে শোনা যায় নেতা-কর্মীদের মুখে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক লিটন সিকদার, ইউনিয়ন কৃষক দল নেতা বশির আহম্মেদ, শহিদুল ইসলাম ফকির, হাসান শাহ, মিজানুর রহমান, মনির খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নাহিদ ইসলাম ও রাব্বি হোসেন। সমাবেশে দেওয়া বক্তব্যে বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন বলেন, তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের বন্ধু। তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা ভালো করছে না। এসব অপচেষ্টার সকল প্রকার জবাব কঠোর হাতে দমন করা হবে।


