Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মানববন্ধন, বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    | ২১:৩৮, জুলাই ১৬ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে সোমবার সকালে উপজেলার আশোকাঠীতে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেছে শতাধীক ছাত্র-জনতা।
    এ সময় মহাসড়কের উভয় দিকের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়। এতে শতশত যান-বাহন সেখানে আটকা পড়ে। ফলে দীর্ঘ যানজটে আটকা পড়ে হাজার হাজার বাসযাত্রীসহ পন্য পরিবহনকারী গন চরম ভোগান্তির শিকার হন।
    জানাগেছে, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্র দলের একাংশের কয়েকজন এবং কিছু স্থানীয় লোকসহ শতাধীক ছাত্র-জনতা মিলে গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে সোমবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার আশোকাঠীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।
    এরপর সকাল সাড়ে ১০টার দিকে তারা ওই মহাসড়কের ওপর বসে পড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে টেষ্ট বানিজ্য, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে শতাধীক ছাত্র-জনতা মিলে এ বিক্ষোভ করছিল।
    ইসলামী ছাত্র আন্দোলন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোঃ সাব্বির রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ মোর্শেদ হাসান ও জাতীয়তাবাদী ছাত্র দলের একাংশের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা এ মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন।
    খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি টীম ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা তাদের দাবি আদায়ে মহাসড়কের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ অব্যাহত রাখে।
    এরপর বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। তিনি বিক্ষোভকারীদের দাবির মুখে সোমবার সকাল ১০টার মধ্যে ডাঃ মনিরুজ্জামানকে অন্যত্র বদলির আশ^াস দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়। ফলে প্রায় এক ঘন্টা পর মহাসড়কটি যানজট মুক্ত হয়।
    একই সময় স্থানীয় বিএনপির বেশ কিছু নেতা-কর্মীরা জড়ো হয়ে মাদক ও সন্ত্রাস নির্মূলের দাবিতে ওই এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে। গৌরনদী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবরের নেতৃত্বে মিছিলটি দু বার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিন করে। এ সময় সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধার শংকা দেখা দেয়।
    মানববন্ধন ও বিক্ষোভকারীদের দাবিকে মনগড়া দাবি বলে আখ্যা দিয়ে গৌরনদী উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তার দিকে ইঙ্গিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ওই কর্মকর্তা তার বিতর্কিত পদক্ষেপের ফলে এলাকার একটি ব্যবসায়ী শ্রেনীর রোষানলে পড়েন। ওই কর্মকর্তার পদক্ষেপটি ছিল গোয়াতুর্মি স্টাইলের। আমি তার ওই গোয়াতুর্মি পদক্ষেপের সমালোচনা করেছিলাম। এ কারনে ওই কর্মকর্তা আমার বিরুদ্ধে ছাত্র ও স্থানীয়দের একটি পক্ষকে লেলিয়ে দিয়ে আন্দোলন করাচ্ছে। ওই আন্দোলনের সাথে কোন জন সম্পৃক্ততা নেই। তারা সংখ্যায় ছিল মাত্র শতাধীক। আন্দোলনকারীরা ওই কর্মকর্তার কাছের লোক বলে পরিচিত। নানা সুবিধা নিতে দিনের বেশিরভাগ সময় তাদেরকে দেখা যায় ওই কর্মকর্তার পেছনে ঘুরঘুর করতে। তবে ওই কর্মকর্তার নাম জানতে চাইলে তিনি বলেন, তার নামটি আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে বলব। গনমাধ্যমের কাছে নয়।

    Post Views: ৬৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
    • জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী ……এম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ কার্য করীকমিটিকে ফুলেল শুভেচ্ছা
    • প্রধান উপদেষ্টা কে ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • সভাপতি জহির সম্পাদক জুলফিকার গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন ও নির্বাচন অনুষ্ঠিত
    • নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    Top