গৌরনদী
গৌরনদীতে মাদ্রাসা ছাত্র নিঁখোজ
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের মহিউদ্দিন খানের পুত্র মোঃ মাহফুজুর রহমান খান -১৪ গত ০৮ জুলাই ২৫ ইং রোজ মঙ্গলবার দুপুর দেরটার দিকে যোহোর নামাজ সেরে বাড়ি ফিরার পথে নিখোঁজ হন। চাচাজামালখানজানান, মঙ্গলবার যোহর নামাজ সেরে বাড়ি যাওয়ার পথে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়। নিখোঁজের পরিবার মাহফুজকে খুঁজে পেতে প্রশাসনসহ বিভিন্ন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।
নিখোঁজ কিশোরের গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট চুলের রং কালো গায়ে ছিল টি শার্ট কফি কালার, পরনে ছিল পায়জামা। সন্ধান পেলে যোগাযোগ করুন-01620103144