Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দাবিকৃত চাদা না পেয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে দোকানপাট বন্ধ করে মহাসড়ক অবরোধ

    | ২০:৫৬, জুন ১৬ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিনাঞ্চলের বৃহৎ ব্যবসায়ী বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দরের এক পাইকারী চাল ব্যবসায়ীর কাছে সিকদার সফিকুর রহমান ওরফে রেজাউল সিকদার নামে এক প্রভাবশালী দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় সোমবার সকাল ১১টায় ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। হামলার প্রতিবাদে টরকী বন্দরের সহ¯্রাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের কয়েকশত দুরপাল্লার যানবাহন আটকা পরে ঝানজটের সৃষ্ঠি হলে সাধারন যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। পরে দুপুর দেড়টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যহার করে নেন ব্যবসায়ীরা।
    বন্দরের ব্যবসায়ী, ভূক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রায়াত সিকদার হাবিবুর রহমানের ছেলে সিকদার সফিকুর রহমান ওরফে রেজাউল সিকদার টরকী বন্দরের পাইকারি চাল ব্যবসায়ী কালা চান মন্ডলের কাছে রোববার রাতে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় সোমবার সকালে চাঁদা নিতে আসার আল্টিমেটাম দিয়ে চলে যায়। ওই রাতে (রোববার রাতে) ব্যবসায়ী কালা চান বিষয়টি টরকী বন্দর বনিক সমিতির সভাপতি মোঃ শাহাবুব হাসান ও সাধারন সম্পাদক মোঃ বদিউজ্জামান চঞ্চলকে অবহিত করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ সিকদার রেজাউলকে ডেকে সাশিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সকাল ১১টায় সিকদার রেজাউল ব্যবসায়ী কালা চানের দোকানে গিয়ে পুনরায় দুই লাখ টাকা চাদা দাবি করেন। চাদা না দেয়ায় অকথ্য ভাষায় গালিগালাজসহ হামলা করে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।
    ব্যবসায়ী কালা চান অভিযোগ করে বলেন, রোববার রাতে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সিকদার রেজাউল। না দিলে সোমবার সকালের মধ্যে পরিশোধের সময় দেন। ওই সময়ের মধ্যে আমি চাঁদা না দেয়ায় সকাল ১১টায় দোকানে এসে হামলা চালিয়ে আমাকে লাঞ্চিত করেছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জীবন নাশের হুমকি দেন। আমি নিরপত্তাহীনতায় ভূগছি। টরকী বনিক সমিতির সভাপতি শরীফ মোঃ শাহাবুব হাসান অভিযোগ করে বলেন, সিকদার রেজাউল একজন চিহ্নিত সন্ত্রাসী সে প্রায়ই ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে না পেয়ে হামলা চালায়। তার অত্যাচারে ব্যবসায়ীরা অতীষ্ঠ। সন্ত্রাসী সিকদার রেজাউলকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বন্দরের সহ¯্রাধিক ব্যবসায়ী দোকান পাট বন্ধ করে বিক্ষোভ মিছিল করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। দূর্ভোগের শিকার যাত্রীরা জানান, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে কয়েকশত দুরপাল্লার বাস আটকা পড়ে হাজার হাজার যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়েছে।
    চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মুঠো ফোনে সিকদার রেজাউল করিম বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথা অপবাদ দেয়া হচ্ছে।
    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে ব্যবসয়িী বিক্ষোভ ও অবরোধ করেছে। পরবর্তিতে বিচারের আশ্বাস দিলে সোয়া ১টার দিকে অবরোধ প্রত্যহার করে নেন ব্যবসায়ীরা। এ ঘটনায় রেজাউল সিকদারের বিরুদ্ধে মামলা দায়েরসহ তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

    Post Views: ৫০৫

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top