গৌরনদী
অপহরন করে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চরদিয়াসুর গ্রামের এক কিশোরীকে (১৫) অপহরণের পর এক মাস আটকে রেখে একাধিকবার ধর্ষণ করার ঘটনায় শনিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। নির্যাতিত কিশোরীর বাবা বাদি হয়ে ৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। শনিবার সকালে পুলিশ কিশোরীকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের রহিম হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার (১৯), তার সহযোগী উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৩), লিমন হাওলাদার (২১), ইব্রাহিমের স্ত্রী দুলুফা বেগম (৪৫)। মামলার বাদি এজাহারে বলেন, গত ৬ মাস পূর্বে গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের রহিম হাওলাদারের ছেলে বখাটে সাব্বির হাওলাদার (১৯) মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১১ মে রাতে সাব্বির আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অন্যান্য আসামীদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে প্রতারক সাব্বির আগৈলঝাড়া উপজেলার রান্তা গ্রামের তার এক আত্মীয়র বাড়িতে আটকে একমাস ধরে ধর্ষন করে। গত ১০ জুন রাতে মাহিন্দ্রা যোগে আমার বাড়ির সামনের রাস্তায় ওপর আমার অসুস্থ্য মেয়েকে ফেলে রেখে যায়। মেয়েকে হাসপাতালে চিকিৎসা দিয়ে মোটামুটি সুস্থ্য করার পরে মেয়ের জবানবন্দি শুনে মামলা দায়ের করা হয়।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মামলার আসামীদের প্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।