গৌরনদী
গৌরনদীতে মানুষ মানুষের জন্য সংগঠনের ঈদ পূর্নমিলণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ মানুষ মানুষের সামাজিক সংগঠনের উদ্যোগে যুব ও সেচ্ছাসেবকদের মিলন মেলা ও ঈদ পূর্নমিলনী অনুষ্টান -২০২৫ অনুষ্টিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী মাসুদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শামীম সরদার, সাধারণ পরিষদের সভাপতি কাজী আছাদুর রহমান, সহ-সভাপতি সবুজ ফরিয়া, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম লিমন, যুগ্ম সম্পাদক মোঃ জাহিদ সরদার এবং কোষাধ্যক্ষ রিপন সরকার সহ সংগঠনের অন্যান্য ভারপ্রাপ্ত সম্পাদক এবং সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলেন। আলোচনা শেষে সংগঠনের সেরা সদস্যদের মধ্যে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্টানে আরও মনোমুগ্ধকর করার জন্য বিভিন্ন খেলা ও সংস্কৃতিক পরিবেশনা সংঘঠিত হয়। পরবর্তিতে লটারীর মাধ্যমে ১০ জন বিজয়ী নির্বাচন করে তাদের মাঝে আর্কষনিয় উপহার তুলে দেন উপস্থিত বিশেষ অতিথিবৃন্ধ। অনুষ্টানের শেষ পর্যায়ে খেলার সকল বিজয়ীদের হাতে উপহার তুলে দেয়া এবং সকলকে সংগঠনের জন্য কাজ করে যাওয়া ও ভবিষ্যতে সংগঠনের পাশে থাকার আস্বাস দেন উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ। অত্যন্ত আনন্দ ও উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয় এ মিলন মেলা। সকলের প্রচেষ্টা ও অংশগ্রহণে উজ্জীবিত হয়ে উঠে পরিবেশ।