গৌরনদী
গৌরনদীতে মাছের ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর ধানডোবা এলাকায় পূর্ব শত্রæতার জেরে একটি বড় ধরনের মাছ নিধনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে ওই এলাকার কাজী মোখলেচুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত দুটি মাছের ঘেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে লক্ষাধিক টাকার মাছ মারা যায় বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত মাছচাষী আব্দুস ছালাম হোসেন মাঝি জানান, “প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ঘেরে গিয়ে দেখি বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির ওপরে ভেসে উঠেছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমার ধারণা, পূর্ব শত্রæতার জের ধরেই কেউ পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে।”
মারা যাওয়া মাছের মধ্যে ছিল রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল, পুঁটি, কই, বান মাছসহ বিভিন্ন জাতের মাছ। মাছচাষীর দাবি, এই মাছের বাজারমূল্য প্রায় এক লক্ষাধিক টাকা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও মাছচাষী গোলাম মোর্শেদুর রহমান বলেন, “মাছ ও পানি পরীক্ষা করলে প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।”অন্য এক বাসিন্দা মো. নিয়ামুল ইসলাম বলেন, “মাছের মতো একটি জীবের সঙ্গেও যারা শত্রæতা করে, তারা কখনোই ভালো মানুষ হতে পারে না।”
আব্দুস ছালাম হোসেন মাঝি আরও বলেন, “আমি এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি। মাছের মতো অসহায় প্রাণীর ওপর এমন নির্মম আচরণ অমানবিক। আমি বিষয়টি গৌরনদী মডেল থানায় মোবাইল ফোনের মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগও প্রস্তুত করছি।” এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মাহাবুর রহমান জানান ঘটনাস্থলের পুলিশ পাটিয়েছি লিখিত অভিযোগ পেলে আইনগত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রæত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।