গৌরনদী
গৌরনদীতে বিশেষ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলা সাহিত্যের উদীয়মান নক্ষত্র কবি মোঃ জিয়াউল হক বাদশার কবিতা নিয়ে বিশেষ সাহিত্য অনুষ্ঠান ৯ই জুন সোমবার বিকেল ৪ টায় বিএমএসএফ এর গৌরনদী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ এর সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুসলিম উদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন গবেষক ও সাহিত্যিক মোঃ সাইফুল আহছান বুলবুল, প্রমথ সরকার, শিকারপুর শেরেবাংলা ডিগ্রী কলেজের অধ্যাপক কবি আব্দুল হাকিম, মানিকগঞ্জ আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডক্টর হারিস মিজান, হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোতোষ দাস, কথা সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত সচিব কবি মহাদেব বসু, ঔপোন্যাসিক প্রফুল্ল গাইন। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহমেদ হিরা, কবি মোঃ জিয়াউল হক বাদশার কবিতা নিয়ে বিশেষ আলোচনা করেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি সিকদার রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের সাধারণ সম্পাদক ডাঃ মণীশ চন্দ্র বিশ্বাস।