গৌরনদী
গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক বাসভবনে রহস্যজনক আগুন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক বাসভবনে বুধবার দিবাগত গভীর রাতে এক রহস্যজনক অগ্নিকান্ডেভবনটির অধিকাংশ ভস্মীভূত হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মিরা এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা।
কলেজ সূত্রে জানা গেছে, গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বাসভবনে কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ মাসুদ করিম পরিবার নিয়ে বসবাস করতেন। ঈদের ছুটির কারনে বুধবার পরিবার নিয়ে গ্রামের বাড়ি চলে যান। ওই রাতে বাসভবনটিতে কেউই ছিল না। বুধবার দিবাগত রাত আনুমানিক পোনে ২টার দিকে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসকে খবর দেন। রাত সোয়া দুইটায় তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ বিপুল হোসেন জানান, এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও বাসভবনের অনেকটাই ভস্মীভূত হয়েছে। ঘরে কোন মানুষ না থাকায় হতাহতরে কোন খবর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা।