গৌরনদী
গৌরনদীতে লালন উৎসবে মঞ্চ মাতালেন নকুল কুমার
নিজস্ব প্রতিবেদকঃ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে বরিশালের গৌরনদীতে পাঁচদিন ব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন মঙ্গলবার রাতে উপজেলার মেদাকুল একতা লোকনাথ সংঘের উদ্যোগে লালন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস সহ অন্যান্য কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এসময় জনপ্রিয় একাধিক সঙ্গীত পরিবেশন নকুল কুমার তার করে ভক্ত অনুরাগীদের মাতিয়ে তোলেন।
মেদাকুল লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় কর্মকার অভিজিৎ জানান, আগামি ৭ জুন শনিবার দুপুরে মহোৎসব ও প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হবে। উৎসবে অসংখ্য ভক্তবৃন্দসহ নকুল ভক্তদের সমাগম ঘটে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।