গৌরনদী
গৌরনদীতে নতুন কেন্দ্রে মডেল টেস্ট শান্তিপূর্ন পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার মডেলটেষ্ট পরীক্ষ অনুষ্ঠিত হয়। পরীক্ষামূলক এই নতুন কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নেন।
কেন্দ্র সচিব উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মতিন হাওলাদার জানান, এ কেন্দ্রে তার স্কুলসহ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২১ জন পরীক্ষার্থী অংশ নেন। শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষ চলছে। রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনিয়া হোসাইন বলেন, এই কেন্দ্রে সমাপনী মডেল টেষ্ট পরীক্ষা অনুষ্ঠি হওয়ায় আমারসহ অশপাশ স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতসহ অনেক সুবিধা হয়েছে। পাশাপাশি তারা অনেক ঝুকি থেকে নিরাপদে পরীক্ষঅ দিচ্ছে। লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধঅন শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন বলেন, এই কেন্দ্রেটি চালু করায় শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষঅ দিতে পারছে। কেন্দ্র স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজী নুরুল মতিন মাসুক বলেন, আমরা পরীক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখা রচেষ্টা করেছি। এই কেন্দ্র চালু করায় গ্রামের হতদরিদ্রসহ শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। এখানে কেন্দ্র দেওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা মাসুদকে ধন্যবাদ জানাচ্ছি।