বরিশাল
গৌরনদীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গতিশীলতা আনায়নে সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সমাজসেবা কার্যালয় মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গতিশীলতা আনায়ন সেমিনার অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত (ইউএনও) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম আকতারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, সহকারী পরিচালক শাহজাদী আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াক ইবনে বাহার, এনজিও সমন্বয় পরিষদের আহবায়ক প্রেমানন্দ ঘরামী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাধন কুমার বল।