গৌরনদী
আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্য বিয়ে পন্ড, মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের রঞ্জন মল্লিকের মেয়ে ও রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘঁটনায় মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন ।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের রঞ্জন মল্লিকের মেয়ে ও রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী পূজা মল্লিক (১৬)কে শনিবার রাতে একই উপজেলার রামানন্দেরআঁক গ্রামের প্রবাসী লিটন বিশ্বাসের ছেলে স্বাগতম বিশ্বাসের সাথে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই আগৈলঝাড়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন অভিযান পরিচালণা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেখে বর ও কনে পক্ষের স্বজনরা পালিয়ে যান। এ সময় কনের বাবা রঞ্জন মল্লিক ও মা রানী মল্লিককে আটক করে থানায় নিয়ে আসেন। এতে বিয়ে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। ওই দিন রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের আদালতে হাজির করলে আসামিরা দোষ স্বীকার করলে বিচারক উম্মে ইমামা বানিন কনের বাবা রঞ্জন মল্লিককে ৫ হাজার টাকা জড়িমানা করেন এবং পূর্নবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবা রঞ্জন মল্লিককে ৫ হাজার টাকা জরিমানাসহ বিয়ের পূর্নবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। বাল্য বিয়ে বন্ধে জিরো টলারেন্স । এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক।