বরিশাল
গৈলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই গঠনে অনলাইন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শক্তিশালী, সংগঠিত ও সক্রিয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে গত ৯ মে শুক্রবার এক ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৩৫ বছরের গৌরবময় এই বিদ্যালয়ের ইতিহাসকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে বন্ধন দৃঢ় করার প্রয়াসে এই উদ্যোগ নেওয়া হয়। সভায় অংশ নেন দেশ-বিদেশের বিভিন্ন পেশাজীবী অঙ্গনের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।
উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গাজীপুর জেলার সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব সৈয়দ মিজানুর রহমান এনডিসি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর মহাপরিচালক ও প্রখ্যাত জেনেটিক্স ও উদ্ভিদ প্রজননবিদ ড. মোঃ আবুল কালাম আজাদ, ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক-এর প্রফেসর ও গবেষক ড. শহীদুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সাংবাদিক ও লেখক অজয় দাশগুপ্ত, সমাজসেবক সুলতান উল আবেদীন মোল্লা, মিজানুর রহমান তালুকদার, বশির আহমেদ পান্না, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহ আলম সন্যামত, ড. শ্যামল, মিলন খান, এনায়েত খান মনু, মোঃ মেজবাহ, মোঃ আহাদুল, এইচ এম মানুন, সরদার বশির আহমেদ, বোরহান উদ্দিন, মিহির রাজন দাশ, মোঃ রাসেদ, ডা. শাওন, সৌরভ মোল্লা, মোঃ তরিকুল ইসলাম, রাতুল ইসলাম সাহেদ, মোঃ রাহাত হোসেন, মোঃ রাসেল বেপারী, ইমরান হাওলাদার, সায়খ বিন জাহান, তানজিম খান, রিফাত হোসেন, নাজমুল ইসলাম জনি, মোঃ ইমরান, হিমেল, নিলুফা আক্তার, মুক্তা আক্তার, সালমা আক্তার, ফারজানা মুন্নি, আফরিন, নাসিমা বেগম, ও ইসমিতা আক্তারসহ আরও অনেক প্রাক্তন শিক্ষার্থী।
আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যালামনাই গঠনের জন্য কোনো নির্দিষ্ট নীতিমালা আছে কি না, তা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সংগঠনকে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র প্রণয়নের গুরুত্ব তুলে ধরা হয়। রাজনৈতিক প্রভাবমুক্ত একটি প্ল্যাটফর্ম তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ১:১ মেন্টরশিপ প্রোগ্রাম চালুর পাশাপাশি দায়িত্ববোধ ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়। সভায় আরও আলোচনা হয় নিরপেক্ষ সার্চ কমিটি গঠন, একটি যৌথ ফান্ড ও ব্যাংক হিসাব খোলার উদ্যোগ, প্রতিটি ব্যাচ থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বৃক্ষরোপণসহ নানা সামাজিক কার্যক্রমে সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে। পাশাপাশি একটি ওয়েবসাইট, অনলাইন লাইব্রেরি এবং গবেষণা তহবিল গঠনের পরিকল্পনাও প্রস্তাব করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান এবং ঈদুল আযহার ছুটিতে অফলাইন সদস্য সংগ্রহ ও চায়ের আড্ডার আয়োজনের প্রস্তাবও সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।
আগামী দিনে সদস্য তথ্য সংগ্রহের জন্য একটি গুগল ফর্ম চালু করা হবে এবং প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন শহরে বুথ বসিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালিত হবে। সভার সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ শহিদুল ইসলাম। সময় সীমার কারণে কিছু বক্তাকে পর্যাপ্ত সময় দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে বন্ধনের সেতুবন্ধন তৈরি এবং শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার মাধ্যমে একটি উদাহরণ স্থাপন করতেই এই প্রয়াস বলে আয়োজকেরা জানান। তারা সভায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং সামনের দিনগুলোতে সক্রিয় সহযোগিতা কামনা করেন।