গৌরনদী
আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে ২০২৪‘র গণঅভ্যুত্থানে গৌরনদী উপজেলা আহত যোদ্ধা পরিবারের স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ সন্ত্রাস, চাঁদাবাজি, রাজনীতিকে সন্ত্রাসীকরন বন্ধ ও আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে ২০২৪‘র ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গৌরনদী উপজেলা আহত যোদ্ধা পরিবারের পক্ষ থেকে গতকাল গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির কাছে দেওয়া স্মারক লিপিতে২০২৪‘র ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গৌরনদী উপজেলা আহত যোদ্ধা পরিবারের সদস্যরা ৭ দফার কথা উল্লেখ করেন। ৭ দফা দাবির মধ্যে রয়েছে ২০২৪‘র জুলাই-আগষ্ট যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সম্মানসহ সামাজিক মর্যদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা জোরদার করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, রাজনীতিকে সন্ত্রাসীকরন কর্মকান্ডে যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক পরিচয় কোন নেতাদের ছাড় দেওয়া যাবে না। আওয়ামীলীগের মত একটি দলে পরিনত রাজনৈতিক গোষ্ঠি যারা গনতন্ত্র, স্বাধীনতা ও ও মানবাধিকারের বিরুদ্ধে কাজ করেছে তাদের দলের নিবন্ধন বাতিলসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গৌরনদী উপজেলায় মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালনা করতে হবে। গৌরনদী বাসষ্টান্ডের বাসযাত্রীদের উন্নত যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাস কাউন্টারগুলোতে উপজেলা প্রশাসনের শাসনের নজরদারি করতে হবে। বাসস্টান্ড একটি গণশৌচাগার আছে যা জনগনের জন্য উন্মুক্ত করে দিতে হবে। প্রভাবশালীএকটি রাজনৈতিক দলের কতিপয় অপরাজনৈতিকবিদ ও প্রভাবশালী ব্যক্তি স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণসহ অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় ২০২৪‘র ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গৌরনদী উপজেলা আহত যোদ্ধা পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, মোঃ সাকিল মোল্লা, ফাহিম আবদুল্লাহ, শেখ আমিনা।