বরিশাল
গৌরনদী উপজেলা ভূমি অফিসের একদিনে নামজারির সেবা নিলেন ভাষা সৈনিকের পরিবার
নিজস্ব প্রতিবেদকঃ জনসাধারনকে হয়রানীর হাত থেকে রক্ষা ও দ্রুত সময়ে ভূমি সেবা প্রদানের লক্ষে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন এক দিনে নামজারীর কার্যক্রম শুরু করেছেন। গতকাল একদিনে নামজারির সুবিধা গ্রহন করেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ওয়ারিশরা।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ২০০৬ সালের ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর পরে গত ১৯ বছরেও কাজী গোলাম মাহবুব এর জমা জমি সহ সম্পত্তি ওয়ারিশগন তাদের নামে নামজাড়ি করতে পারেননি।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের জমা জমি সহায়-সম্পত্তি ওয়ারিশদের নামে নামজারির জন্য বৃহস্পতিবার গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয় তাৎক্ষণিকভাবে আবেদন করেন। সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে ভাষা সৈনিক কাজী গোলাম সহায় সম্পত্তির নামজারির বিষয়টি নিষ্পত্তি করে কাজী গোলাম মাহবুবের সন্তান মহুয়া মাহবুব খান, কাজী মাহমুদুল হাসান চঞ্চল, কেয়া আমানুল্লাহ, কাজী মামুনুল হাসান ও স্ত্রী শামসুন নাহারের নামে নামজারি সম্পন্ন করে পর্চা প্রদান করেন। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেনের একদিনের নামজারি কর্মসূচি খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং জনসাধারণ একদিনের নামজারিতে খুবই খুশি। এ ধরনের উদ্যোগ চলমান থাকলে সাধারন মানুষ ভূমি অফিসে সেবা নিতে এসে বিনা হয়রানিতে সেবা নিশ্চিত সেবা পাবেন। একদিনেরই নামজারি কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলায় প্রতিদিন শত শত মানুষ এই সেবা নিয়ে থাকেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেনের নেতৃত্বে দশজনের একটি টিম একদিনে নামধারী কর্মসূচি বাস্তবায়নে কাজ করে থাকেন। সেবা নিতে আসা মোফাজ্জল হোসেন বলেন, গৌরনদী ভূমি অফিসের একদিনের নামজারি কর্মসূচি ফলে মানুষ ঘুষ মুক্ত ও হয়রানি মুক্ত ভুমি সেবা পাচ্ছেন। এই কর্মসূচি চলমান রাখার জন্য তিনি আহ্বান জানান। একেই প্রতিক্রিয়া ব্যক্ত করে গৌরনদী উপজেলার নাঠই গ্রামের অলিউল ইসলাম, খাঞ্জাপুরের হাবিবুর রহমান, সাঁকো কাঠি গ্রামের সোয়েব জুয়েল বলেন, এই কর্মসূচির মাধ্যমে সেবা প্রদানের জন্য সহকারী কমিশনার (ভূমি)র প্রতি আমরা কৃতজ্ঞ জানান। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, জনসাধারনকে দ্রুততম সময়ে হয়রানীমুক্ত ভূমি সেবা প্রদানের জন্যই এ উদ্যোগে নেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।