বরিশাল
গৌরনদীতে আগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত, ফায়ারকর্মী আহত-৩
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বাউরগাতি গ্রামে ভয়াবহ আগ্নিকান্ডে একটি বসত ঘর সম্পূর্ন ও অপর একটি ঘরের আংশিক ভস্মিভূত হয়েছে। আগুন নিভাতে গিয়ে ফায়ারকর্মী মেহেদী হাসানসহ তিন জন আহত হয়েছে। খবর পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সাধ্য অনুযায়ী সরকারি বরাদ্দের মাদ্যমে সহায়তা প্রদান করার আশ^াস দেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টোশন অফিসার বিপুল হোসেন জানান, শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বাউরগাতি গ্রামের মৃত আব্দুল মন্নান মিয়ার বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। প্রায় এক ঘন্টা এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে আব্দুল মন্নান মিয়ার ঘরের মধ্যে থাকা মূল্যমান কাগজপত্র, আসবাবপত্র সহ সম্পূর্ন ও পাশর্^বর্তী রফিকুল ইসলাম মিয়ার বিল্ডিংয়ের আংশিক পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।