গৌরনদী
আগৈলঝাড়ায় গুলিতে কলেজ ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় র্যাব-৮’র মাদক বিরোধী অভিযানের সময় গুলিতে কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সিয়াম মোল্লা নিহত ও চলতি এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লা গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে বুধবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জানান, আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোরা ব্রিজের সামনের সড়কে মাদক উদ্ধারের নামে কলেজ শিক্ষার্থী সিয়াম মোল্লাকে বিচার বহির্ভুত হত্যা ও শিক্ষার্থী রাকিব মোল্লাকে গুলি করে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
র্যাবের গুলিতে নিহত সিয়াম মোল্লার মা জোসনা বেগম বলেন, আমার ছেলে একজন নিরিহ ছাত্র। আমার ছেলে কোন মাদকের সাথে জড়িত ছিল না। র্যাব আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। গত ২১ এপ্রিল সোমবার র্যাব সদস্যরা রুবেল মোল্লা ও সৈকত মন্ডলকে আটক করে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আমার ছেলে বিষয়টি দেখতে গেলে তাকে র্যাব গুলি করে হত্যা করে এবং আমার আত্মীয় রাকিব মোল্লাকে গুলি করে আহত করেছে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, সিয়ামের চাচাতো বোন মীম আক্তার, ভাবী নিসাত আক্তার, মামী আসমা বেগম, শিক্ষার্থী নিহারিকা মন্ডল, তামিম গাজী, আলী হোসেন, শাহাদাৎ হাওলাদার, সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা আক্তার, রবিউল হোসেন, তনু আক্তার, অমিত দাস, স্থানীয় রাবেয়া আক্তার ও নুসরাত জাহান। বক্তরা জানান, সিয়াম মোল্লা কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করত এবং রাকিব মোল্লা সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষা ছিল। শিক্ষার্থী সিয়াম মোল্লাকে বিচার বহির্ভুত হত্যা ও শিক্ষার্থী রাকিব মোল্লাকে গুলি করে আহত করার ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। তাদের বিনা কারনে হত্যার বিচার দাবী করছি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. অলিউল ইসলাম জানান, গত সোমবার বরিশাল র্যাব-৮এর সাদা পোশাকধারী একদল সদস্য সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোরা ব্রিজের কাছে মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে সিয়াম মোল্লা ও খালেক মোল্লার ছেলে রাকিব মোল্লার সাথে সাদা পোশাকধারী র্যাব সদস্যদের বাকবিতন্ডা হয়। এসময় এলাকাবাসী র্যাব সদস্যদের উপর হামলা করলে দুই র্যাব সদস্য আহত হয়। এ সময় র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে সিয়াম মোল্লার বুকের ডান পাশে ও রাকিব মোল্লার পেটে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ রাকিব মোল্লাকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গত মঙ্গলবার র্যাব-৮’র ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে সরকারী কাজে বাঁধা ও মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ওই দুটি মামলায় ২ জন পলাতক ও অজ্ঞাত ১৫ জনকে আসামী করা হয়েছে।