গৌরনদী
মাদক বিরোধী অভিযান, আগৈলঝাড়ায় র্যাবের উপর হামলা নিহত-১ আহত-১
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিন মোল্লাপাড়া গ্রামের হাওলাদার বাড়ির সামনে সোমবার বিকেলে আইন শৃংখলা বাহিীনির সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী সিয়াম মোল্লা নামে এক তরুন ঘটনাস্থলেই নিহত হন এবং তার ফুফাতো ভাই রাকিবমোল্লা নামে একজন আহত হয়েছে। নিহতের লাশ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুরুতরভাবে আহত রাকিব মোল্লাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
গ্রামবাসি ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পোষাকধারী আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। নির্ভরযোগ্য সূত্র জানান, অজ্ঞাতনামা দূবৃত্তরা আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপর হামলা চালালে তারা পাল্টা হামলা চালায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। আগৈলঝাড়ার বাকাল গ্রামের বাসিন্দা নিহতের ফুফাতো বোন নাসরিন আক্তার (২৯) বলেন, আমার আপন ভাই ও মামাতো ভাইর আহত হওয়ার হওয়ার খবর পেয়ে ছুটে গিয়ে দেখতে পাই মামাতো ভাই উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের সিয়াম মোল্লার (২২)র লাশ পড়ে আছে এবং আমার আপন ভাই রাকিব মোল্লা (২৭) গুরুতরভাবে আহত হয়েছে। তবে কিভাবে কি হয়েছে কিছুই জানি না। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাকারিয়া রহমান মৌরী জানান, নিহতের বুকে গুলিবিদ্ধ হওয়ার আলামাত রয়েছে। আহত রাকিব মোল্লাকে বরিশাল পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানান, নিহত সিয়াম মোল্লা (২২) উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা মামাতো ফুফাতো ভাই। দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত করেছেন ওই সূত্র ।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লাশ নিয়ে আসার খবর দিলে হাসপাতালে পৌছে গুলিবিদ্ধ লাশ দেখতে পাই। শুনেছি মাদক উদ্ধারে আগৈলঝাড়ায় র্যাবের সাথে হতাহতের ঘটনা ঘটেছে। কাদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে জানতে চাইলে তিনি বলেণ বিষয়টি আগৈলঝাড়া থানা বলতে পারবেন। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, বরিশাল র্যাব-৮ মাদক বিরোধী অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা র্যাবের উপর হামলা চালায় র্যাব পাল্টা হামলা চালায়। এ সময় একাধিক র্যাব সদস্য আহত এবং দুই মাদক ব্যবসায়ী আহত হন। আহত মাদক ব্যবসায়ীদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষনা করেন।