গৌরনদী
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোহনকাঠি কলেজ মাঠে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রত্নপুর ইউনিয়ন বিএনপ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার বিকেলে মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে রত্নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরিশাল উত্তর জেলা শাখার সদস্য আবুল হোসেন লাল্টু, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জেলা সদস্য এস এম মনিরুজ্জামান মনির, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ গোলাম মোর্শেদ মাসুদ,বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মোল্লা মাহফুজ প্রমুখ। বক্তব্য রাখেন স্থাণীয় বিএনপি নেতা রোমান তালুকদার, যুবদল নেতা হেমায়েত হোসেন, রিপন হোসেন, আবুল বাশার মৃধা। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে গৌরনদী ও আগলঝাড়ার বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দীর্ঘদিন যারা রাজনীতির মাঠে ত্যাগ স্বীকার করেছেন, হামলা-মামলার স্বীকার হয়েছেন তারা তীরে এসে তরি ডুবাবেন না, কারন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে ইতিমধ্যে গৌরনদী-আগৈলঝারার শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ তাদের পদ-পদী হারিয়েছেন। অতঃএব এখনো যারা জনগণের উপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি করছেন তারা সতর্ক হয়ে যান, সতর্ক না হলে তাদেরও দলের পদ পদবী থাকবে না। ইফতারের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠিতা মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোঃ সোহাগ ভূইয়া