বরিশাল
গৌরনদীতে আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত
নিজস্ব প্রতিবেদকঃ জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সার্থীর পিতা মরহুম মোঃ আলতাফ হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাইটিভি’র প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার উদ্যোগে সোমবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে মিলাদ, দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হিরা, আমিনা আকতার সোমা, এম আলম, কাজী আলামিন, বিএম বেলাল, এস এম মিজান, মোল্লা ফারুক হাসান, মু. শাহীন, ফারহান নান্নু, জামিল মাহমুদ, মহসীন খান, তারিম হাসান রাজিব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। শেষে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফেরাত ও মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সার্থী এবং তার পরিবারবর্গদের সু-স্বাস্থ্যকামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় ।