গৌরনদী
বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গৌরনদীতে
নিজস্ব প্রতিবেদকঃ যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মুসল্লীরা। শুক্রবার জুমার নামাজের পরে সরকারি গৌরনদী কলেজ মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক প্রদিক্ষণ করে গৌরনদী বাসস্টান্ডের জিরোপয়েন্ট বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে মাওলানা মোঃ ফকরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী সাব রেজিস্টার জামে মসজিদের খতিব মোঃ আব্দুল হাকিম, মাওলানা মোঃ জহিরুল ইসলাম, বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, মাওলানা মোফাজ্জল হোসেন, কসবা শাহী মসজিদের খতিব মুফতি ফয়জুল্লাহ প্রমূখ। কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া। বক্তারা বলেন, বারবার তারা আমাদের ভাইদের ওপর হামলা করে ছোট্ট শিশুদের রক্ত ঝরায়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের বিশ্ব মুসলিম সাম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকতে হবে। বক্তব্য শেষে ফিলিস্তনী মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করা হয়।