Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে  স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে হাতুরিপেটা করার অভিযোগ  বিএনপি নেতার বিরুদ্ধে

    | ০৮:৫৩, মার্চ ২১ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার হাট-বাজারের ইজারার ফরম কেনায় বাধা দেয়ার প্রতিবাদ করার জের ধরে বুধবার দিবাগত রাতে উপজেলার বাটাজোর এলাকায় বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক খোকন ফকির ও তার সহযোগীরা হামলা চালিয়ে গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির বিশ্বাস (২৭) ও বাটাজোর ইউনিয়ন যুবদলের সদস্য মামুন সরদারকে (২৬) ডেকে নিয়ে হাতুরি পেটা করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতরভাবে দুই নেতাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহত সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গৌরনদী উপজেলার বিভিন্ন হাটবাজার ইজারা দেয়ার দরপত্র আহবান করেন। দরপত্র কয়ের শেষ দিন ছিল ১৯ মার্চ। এ দিন ফরম কিনতে গেলে  উপজেলা বিএনপির প্রভাবশালী এক নেতার ক্যাডাররা ফরম কিনতে বাধা দেয়। এ নিয়ে বাক বিতান্ডার গত কয়েক দিন যাবত গৌরনদী উপজেলা সদরসহ সরিকল ও বাটাজোর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এমন কি একাধিক হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাতে গভীর রাতে বাটাজারো এলাকায় ইউনিয়ন বিএনপি নেতার সমর্থকদের হামলায় গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির বিশ্বাস (২৭) ও বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা মামুন সরদার (২৬) রক্তাক্তভাবে জখম হন।

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাটাজোর ইউনিয়ন যুবদলের সদস্য মামুন সরদার অভিযোগ করে বলেন,  বাটাজোর  ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খোকন ফকির হাট – বাজারের দরপত্র ফরম ক্রয় করতে বাঁধা প্রদান করে আসছিলো। আমি এর প্রতিবাদ করায় এনিয়ে সৃষ্ট বিরোধের জেরধরে খোকন ও তার সহযোগিরা পরিকল্পিতভাবে আমাকে ও মনির বিশ্বাসকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে হাতুরি পেটা করে গুরুত্বর আহত করেছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির বিশ্বাস একই অভিযোগ করে বলেন, উপজেলার বাটাজোর বাজারের ইজারা দেয়ার জন্য ফরম কিনতে গেলে বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক খোকন ফকির ও তার সহযোগীরা বাধা দেন। এর প্রতিবাদ করলে বুধবার দুপুরে তাদের সাথে আমাদের কথা কাটাকাটি ও বিরোধ তৈরী হয়। বুধবার রাত ৯টার দিকে বিষয়টি মিমাংসার কথা বলে বিএনপি নেতা খোকন ফকির আমাকে ও বাটাজোর ইউনিয়ন যুবদলের সদস্য  মামুন সরদারকে ডেকে নিয়ে খোকন ফকিরের নেতৃত্বে তার অনুসারি সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে খোকন ফকির নিজের কোমর থেকে হাতুরী বের করে হাতুরী পেটা করে রক্তাক্ত ঝখম করেছে।

    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযোগ  অস্বীকার করে বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক খোকন ফকির বলেন, কেবা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই। পূর্ব শত্রুতার জেরধরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Post Views: ১৮২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • আগৈলঝাড়ার ভেগাই হালদারের ১শ ৭২তম জন্মবার্ষিকী পালিত
    • আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    Top