বরিশাল
গৌরনদীতে ছাত্র সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে ছাত্র সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই রমজান রোজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। উপস্তিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, গৌরনদী উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা মোঃ আলামিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মোঃ মোস্তফা কামাল, পৌর জামাত ইসলামের আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ, মিনহাজুল ইসলাম, বাপ্পি শিকদার প্রমুখ। জুলাই-আগস্ট, ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।