গৌরনদী
গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোঃ শরিফ, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা বিপ্লব চন্দ্র দেবনাথ। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সমস্ত তথ্য প্রাপ্ত কর্মকর্ত মোঃ শহিদুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহাগ, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার মোঃ তৌকির রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, আব্দুর রাজ্জাক, আব্দুর রব প্রমুখ। এবারে পবিত্র ঈদুল ফিতর যেন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা এবং মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান।