গৌরনদী
গৌরনদী বিএনপির পৌর সদস্য সচিবকে বহিস্কার
নিজস্ব প্রতিবেদকঃবরিশালের গৌরনদী পৌর সভায় ঢুকে পানি সরবারহ শাখার এক কর্মচারীর উপর হামলার অভিযোগের সুনিদৃষ্ট প্রমান পাওয়ায় গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়াকে ১৯ মার্চ বহিস্কার করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় নোটিশের দুই দিন ১৯ মার্চ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী বহিস্কারের নির্দেশ দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌর কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরের ঘটনায় গত ১৬ মার্চ ২৪ ঘন্টা সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ দেয়া সত্বেও ফরিদ মিয়া নোটিশের কোন জবাব দেননি। এমনকি নোটিশ প্রাপ্তির পর ফরিদ মিয়া আবারও দলবল নিয়ে গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের মতো ধৃষ্টতা দেখিয়েছেন। যেকারণে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে অরো উল্লেখ করা হয়, ফরিদ মিয়া সম্প্রতি দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌরসভার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরসহ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সাংগঠনিক শিষ্টাচার ও সভ্য আচরণ অগ্রাহ্য করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ দুপুরে অফিস চলাকালীন সময়ে কক্ষে প্রবেশ করে গৌরনদী পৌরসভার পানি শাখার কর্মচারী ও উপজেলা শ্রমিকদলের সদ্য প্রয়াত সভাপতি মহিউদ্দিন খন্দকারের ছোট ভাই গিয়াস উদ্দিন খন্দকারের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধরসহ গালিগালাজ করেন পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া ও তার সহযোগিরা।