গৌরনদী
মহাসড়কের ভাঙ্গা থেকে পটুয়াখালি চার লেনে উন্নিত করনের দাবিতে গৌরনদীতে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃসড়ক হোক শান্তি যাত্রা এই স্লোগানকে ধারন করে অবিলম্বে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে পটুযাখালি চার লেনে উন্নিত করনের দাবিতে বুধবার সকালে মহাড়কের গৌরনদী বাসষ্টান্ডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপিন মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্বে করেন মোঃ মিজানুর রহমান মুন্সি । বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ফরিদ হোসেন মিয়া, যুবদল নেতা মোঃ কাইফি, মোঃ শহিদুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ বি এম বেলাল প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে মহাসড়ক চার লেনে উন্নত করার দাবি তুলে ধরেন এবং দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।