বরিশাল
গৌরনদীতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে ইসলামিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। ইসলামিক উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ বায়েজিদ শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা ও সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন সিকদার। বদন দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন গৌরনদীতে ইসলামিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। প্রধান আলোচক ছিলেন, আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, উপদেষ্টা সৈয়দ মো. আতাউর রহমান, প্রফেসর আলাউদ্দিন সিকদার, ইসলামি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির সহ অন্যান্যরা।