Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বীমা কর্মকর্তার বাড়িতে একাধিকবার সন্ত্রাসী হামলা, ২০ লাখ টাকার মালামাল লুট

    | ১৭:২৫, মার্চ ১৭ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের একটি বীমা কোম্পানীর কর্মকর্তা মোঃ শাহরিয়াত হোসেন ভূইয়ার বাড়িতে গত মঙ্গলবার হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পলায়নের পরে  ওই বাড়িতে চার বার হামলা ও লুটপাটের করেছে দূবৃত্তরা । এ সময় ভবনের দরজা ভেঙ্গে মালামাল লুট ছাড়াও পুকুর ও ঘেরের মাছ লুট করে নিয়ে গেছে। বাড়িটি বর্তমানে অরক্ষিত রয়েছে। রোববার গৌরনদী মডেল থানায় বীমা কোম্পানীর কর্মকর্তা মোঃ শাহরিয়াত হোসেন ভূইয়া বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।

    স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূগ্রে জানা গেছে,  গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের মোঃ শাহরিয়াত হোসেন  ভূইয়া (৫৮) একটি বীমা কোম্পানীর কর্মকর্তা । তিনি এলাকায় একজন সমাজ সেবক হিসেবেও পরিচিত। স্থানীয়রা জানান, শাহরিয়াত ভুইয়া শৌখিনতার বসে এলাকায় একটি দর্শনীয় বাগান বাড়ি করেন। যেখানে দেশী বিদেশী বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজসহ সৌন্দার্য্য বর্ধন গাছ রয়েছে। বাড়িটি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি পান। শাহরিয়াত ভূইয়া ঢাকায় থাকলেও মাঝে মাঝে বাড়িতে আসতেন। গত ক্ষতাসীন আওয়ামীলীগের আমলে স্থানীয় সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ ও গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমানের তোপের মুখে পড়ে এক পর্যায়ে বাড়ি রক্ষায় তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন শাহরিয়াত।

    মোঃ শাহরিয়াত হোসেন ভূইয়া  অভিযোগ করে বলেন,  গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বিশেষ পদ্ধতি অবলম্বন করে ঘরে ঢুকে প্রতিটি রুমের আলমরিা, ওয়ারড্রপ, শোকেচ ভেঙ্গে স্বর্নালংকার ও মূল্যবান মালামাল লুট নিয়ে যায়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পলায়নের পর নলচিড়া ইউনিয়নের একটি প্রভাবশালী রাজনৈতিক দলের সন্ত্রাসীরা আমাকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। যে কারনে আমি বাড়িতে আসতে পারেননি। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পরে ৮ আগষ্ট রাতে প্রথম আমার বাড়িতে হামলা চালিয়ে একটি ঘর থেকে প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তিতে গত ১৫ আগষ্ট একদল সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির গাছ ও পুকুরের মাছ লুট করে। আমার বাড়িতে থাকা কেয়ার টেকার আজিজ খানকে (৬৫) গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সন্ত্রাসীরা বাড়ি ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেন। হুমকির পর থেকে আজিজ খান বাড়িতে দেখভাল করতে  না আসায় পুরো বাড়িটি ফাকা ও অরক্ষিত থাকে। গত ২৬ সেপ্টেম্বর রাতে দূবৃত্তরা মূল ভবনের তালা ভেঙ্গে ঘরের আসবাবপত্র, তৈজসপত্র, মূল্যবান মালামালসহ মালামাল লুট করে নিয়ে গেছে । সেই থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ ছাড়া আমার পুকুরের ও ঘেরের প্রায় ১০ লাখ টাকার মাছু রুট করে নিয়ে গেছে। আমি কোন রাজনীতি করি না বা রাজনীতির সাথে কোন সর্ম্পক নাই। ৫ আগষ্টের পরে একটি দলের কতিপয় দূবৃত্ত আমার বাড়িতে চার দফা হামলা চালিয়ে লুটপাট করেছে। হুমকির মুখে আমি এখনো বাড়িতে আসতে পারি নাই। এমন আমার বাড়িটি বর্তমানে ফাকা পড়ে আছে। বিষয়টি আমি প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এ ব্যাপারে জানতে চাইলে গৌরনদী মডেল থানার নবাগত ওসি মোঃ ইউনুস ভুইয়া বলেন, প্রথম দিকে হামলার ঘটনার সময় আমি এখানে কর্মরত ছিলাম না। গত মঙ্গলবারের হামলা ও লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরে একজন এসআই পাঠিয়ে বিষয়টি কতন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত শেষে মামলা রুজু করা হবে।

    Post Views: ২৫৫

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • আগৈলঝাড়ার ভেগাই হালদারের ১শ ৭২তম জন্মবার্ষিকী পালিত
    • আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    Top