গৌরনদী
গৌরনদীতে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। নিহত মজিবর গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য। এ ঘটনায় ভ্যানের আরো তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, রোববার ১২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহন নামের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৩৪৭৩) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় পৌছলে যাত্রীবাহি ব্যাটারী চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী মজিবরসহ ৪ যাত্রী গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবর মোল্লাকে মৃত ঘোষনা করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দূর্ঘটনার পরপরই বাসের চালক বাস ফেলে পালিয়েছে। ঘাতক বাস ও দূর্ঘটনা কবলিত ভ্যান জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।